
বাঁশখালী প্রতিনিধি::: বাঁশখালী জেনারেল হাসপাতাল লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২৫ইং, বৃহস্পতিবার সকালে হাসপাতালের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মোক্তার হোছাইন সিকদার, ভাইস চেয়ারম্যান এস. এম. আলী নেওয়াজ চৌধুরী ইরান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ সাদুর রশিদ চৌধুরী, অফিস ডিরেক্টর সৈয়দ মুর্তাজা আলী, ফিন্যান্স ডিরেক্টর মাওলানা তমিজ উদ্দিন, মার্কেটিং ডিরেক্টর আ. ন. ম. মহিউদ্দিন, ডিরেক্টর ডা. জিয়াউল কাদের, ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, চিকিৎসক মুহাম্মাদ আশেক এলাহী ও ব্যবস্থাপক মুহাম্মাদ আব্দুর রহিম।
এসময় শেয়ারহোল্ডারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, প্রফেসর আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার তারেক মঈন উদ্দীন, হাফেজ আব্দুল্লাহ, মুহাম্মাদ আবু জাফর ও মাওলানা মুহাম্মদ নেমান প্রমুখ।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা এলাকার সাধারণ মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন ও সেবার পরিধি বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।