
বাঁশখালী সংলাপ::: জাপানভিত্তিক মানবিক সংগঠন রিসসো কোসেই-কাই বাংলাদেশ-এর উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিলক কান্তি দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।
বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল হামিদ। উপস্থিত ছিলেন রিসসো কোসেই-কাই ইন্টারন্যাশনালের প্রধান রেভারেন্ট মায়েদা তাকাসি, রিসসো কোসেই-কাই বাংলাদেশের প্রাক্তন ব্রাঞ্চ প্রধান রেভারেন্ট মরি মাসানোবু, নবাগত ব্রাঞ্চ প্রধান রেভারেন্ট আকাগাওয়া কেই-ইচি এবং রিসসো কোসেই-কাই বাংলাদেশের এনজিও বোর্ড চেয়ারম্যান অশোক বড়ুয়া।
রিসসো কোসেই-কাই বাংলাদেশের সহকারী ব্রাঞ্চ প্রধান ও এনজিও প্রকল্প কর্মকর্তা অনুজ বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের বাঁশখালী প্রধান (সুনীম) সাংবাদিক কল্যাণ বড়ুয়া। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনজিও বোর্ড অব ডিরেক্টর বক্তিম বড়ুয়া, সহকারী ব্রাঞ্চ প্রধান ও জেনারেল ম্যানেজার কল্লোল বড়ুয়া, সহকারী ব্রাঞ্চ প্রধান ও শিক্ষা বিষয়ক প্রধান কাঞ্চন বড়ুয়া, সহকারী ব্রাঞ্চ প্রধান ও কক্সবাজার জেলা প্রধান আহ্বায়ক সৌমেন বড়ুয়া, দক্ষিণ এশিয়ার কর্মকর্তা প্রতীক বড়ুয়া ও কানন বড়ুয়া, মেন্স লিডার মিল্টন বড়ুয়া,
সহকারী মেন্স লিডার নীলরতন বড়ুয়া, ইয়ুথ লিডার সৌরভ বড়ুয়া, চট্টগ্রাম-এ শিবু ইয়ুথ লিডার সুদীপ্ত বড়ুয়া, হিসাবরক্ষক ডিপলু বড়ুয়া, অফিস সহায়ক বিধান বড়ুয়া, সমাজসেবক ফণীন্দ্র লাল বড়ুয়া, মো. সেলিম, শিক্ষক মোহাম্মদ আইয়ুব, শিক্ষক জ্যোৎস্না বড়ুয়া, শিক্ষক রুম্পা সুশীল ও মোহাম্মদ আমান উল্লাহ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও ফোল্ডার বিতরণ করা হয়। বক্তারা রিসসো কোসেই-কাই বাংলাদেশের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।