1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :

মাদরাসা পর্যায়ে বাঁশখালীর গুণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ মোশাররফ হোসাইন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: বিশ্ব শিক্ষক দিবস–২৫ উপলক্ষে গুণী শিক্ষক হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইনকে নির্বাচিত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় থেকে প্রেরিত তালিকায় মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের কয়েকজন শিক্ষককে মনোনীত করা হয়। এর মধ্যে মাদ্রাসা পর্যায়ে একমাত্র প্রতিনিধি হিসেবে সম্মানজনক তালিকায় স্থান পেয়েছেন অধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে গুণী শিক্ষক নির্বাচন প্রক্রিয়া ও নীতিমালা মেনে এ তালিকা প্রণয়ন করা হয়। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, প্রতিষ্ঠান পরিচালনায় সাফল্য ও সামাজিক অবদান বিবেচনায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ বলেন, “মুহাম্মদ মোশাররফ হোসাইন শুধু একজন শিক্ষক নন, তিনি শিক্ষার্থীদের প্রেরণার বাতিঘর। তার নিষ্ঠা, মেধা ও নেতৃত্বে পুইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে অনন্য ভূমিকা রাখছে। তাকে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করায় আমরা গর্বিত।”

শিক্ষা অঙ্গনের বিভিন্ন মহল তাকে এ স্বীকৃতির জন্য অভিনন্দন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট