
বাঁশখালী সংলাপ::: সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চট্টগ্রাম জেলা অফিসের উদ্যোগে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা ব্যবস্থাপক মো. হাফিজ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কর্মকর্তা সাজ্জাদ হোসেন।
স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মুনমুন ঘোষ প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরে উপস্থাপনা করেন। আলোচনায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা মিজান বিন ওয়ালী, মো. আব্দুল্লাহ আল আমিন, মো. রানা মিয়া, সাজ্জাদ হোসেনসহ এসডিএফ কর্মকর্তারা।
এসময় বক্তারা বলেন, এসডিএফ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য-পুষ্টি সহায়তা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে কাজ করছে। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) অর্জনে এসডিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া বাঁশখালীর তিন ক্লাস্টারের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির আহ্বায়কসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।