বাঁশখালী সংলাপ: বাঁশখালী হামেদিয়া রহিমা ফাযিল মাদরাসার উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে এক আজিমুশশান মাহফিল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদরাসার হলরুমে দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
মাদরাসার অধ্যক্ষ ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম মহানগরীর সভাপতি আল্লামা নুর মোহাম্মদ আল কাদেরী।
সহকারী অধ্যাপক মাওলানা খোরশদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন—উপাধ্যক্ষ মাওলানা আবদুল করিম, সহকারী অধ্যাপক মাওলানা রফিকুল হক, মো. মোখতারুজ্জামান, প্রভাষক মাওলানা নেছার উদ্দীন মুনিরী আল কাদেরী, দিদারুল ইসলাম, মাওলানা আলী আহমদ ও আজিজ উদ্দীন আহমেদ চৌধুরী প্রমুখ।
আলোচকবৃন্দ তাদের বক্তব্যে রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তির দূত, যাঁর আদর্শে সমাজে ন্যায়, শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হতে পারে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন— “মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ মানবজীবনের জন্য সর্বোত্তম দিকনির্দেশনা। রাসুল (সা.) আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন। আমাদের দেশেও ইসলামের বিজয়ের জন্য তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।”
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।