
সংলাপ সংবাদদাতা::: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের মনোনীত প্রার্থী শায়খুল হাদিস আল্লামা মুসা বিন ইযহার চৌধুরীর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের চূড়ান্ত প্রস্তুতি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৮টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল উলূম লালখান বাজার মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সাবেক সভাপতি ও সাবেক চারদলীয় জোট সরকারের অন্যতম রূপকার আল্লামা মুফতি মুহাম্মদ ইজহারুল ইসলাম চৌধুরী।
সভায় নেজামে ইসলাম পার্টি বাঁশখালী উপজেলা শাখার সাংগঠনিক তৎপরতা জোরদার, নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের তারিখ ও স্থান নির্ধারণসহ বাঁশখালীর সার্বিক অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ইসলামি আদর্শভিত্তিক ন্যায়নীতি ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে বাঁশখালীর টেকসই উন্নয়ন নিশ্চিত করাই নেজামে ইসলাম পার্টির লক্ষ্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।