1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :

ছাত্রশিবিরের আয়াত-হাদীস মুখস্তকরণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখার দাওয়াহ বিভাগের উদ্যোগে সাথীদের মাঝে আয়োজিত ‘আয়াত-হাদীস মুখস্তকরণ প্রতিযোগিতা-২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত রবিবার আয়োজিত প্রতিযোগিতার সমাপনী পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আজকের তরুণ প্রজন্মকে কোরআন-হাদীসের চেতনায় গড়ে তোলাই শিবিরের অন্যতম মূল লক্ষ্য। সভ্যতার সংকটাপন্ন এ সময়ে যারা কোরআন-হাদীসকে হৃদয়ে ধারণ করে, তারাই আদর্শ সমাজ গঠনের প্রকৃত কারিগর হতে পারে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন। এতে আরো উপস্থিত ছিলেন জেলা বায়তুলমাল সম্পাদক আব্দুল হামিদ। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দাওয়াহ, সমাজসেবা ও মানবাধিকার সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম মুকুল।

সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মুহাম্মদ আব্দুর রহিম বলেন, ‘শিক্ষিত প্রজন্ম তৈরি করার পূর্বশর্ত হলো কুরআন ও সুন্নাহভিত্তিক চরিত্র গঠন। এমন আয়োজন সাথীদের জীবনে আমল ও ইলম উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে।’

শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এবং দোয়া-মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট