1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :

আধ্যাত্মিক আবহে মনছফ আলী শাহ্ মাইজভাণ্ডারীর ১০২তম ওরশ শরীফ সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী মনছফিয়া দরবার শরীফে হাজারো ভক্ত-আশেকানের অংশগ্রহণে গাউসুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.)-এর খলিফা, আধ্যাত্মিক সাধক হযরত হাফেজ মাওলানা মনছফ আলী শাহ্ মাইজভাণ্ডারী (রহ.)’র ১০২তম ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাথরিয়া ইউনিয়নের হালিয়া পাড়া রত্নপুরস্থ মনছফিয়া দরবার শরীফ মাজার প্রাঙ্গণে মাজার পরিচালনা কমিটির আয়োজনে এবং চুনতি বাজার আল্লামা শাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের সহযোগিতায় এ ওরশ শরীফ অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল, জিকির-আসকার এবং আধ্যাত্মিক বয়ান অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আগত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয় এবং ভোররাতে আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

শাহজাদা শাহ-আলমের সভাপতিত্বে মাজার কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরী এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা রাখেন- শাহজাদা নুরুল আলম, শাহজাদা মো. ইসমাঈল, শাহজাদা মাওলানা ওয়াহেদ, বিএনপি নেতা লেয়াকত আলী, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, কাথরিয়া ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বাদশা মিয়াসহ স্থানীয় সমাজসেবক, আলেম-ওলামা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

মিলাদ মাহফিলে বক্তারা বলেন, ‘মাইজভাণ্ডারী তরিকত শুধু বেলায়েতের দ্বার উন্মুক্ত করেনি, বরং সমাজসেবা, মানবকল্যাণ ও নৈতিকতার পথে মানুষকে আহ্বান করেছে। হযরত মনছফ আলী শাহ্ (রহ.)-এর জীবন ছিল সরলতা, ইবাদত-বন্দেগি ও মানবকল্যাণের উদাহরণ।’

বক্তারা আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষায় তরুণ প্রজন্মকে ওরশের মূল শিক্ষা- আত্মশুদ্ধি, ভক্তি, নৈতিকতা ও মানবসেবার চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

ওরশ মাঠজুড়ে গভীর রাতে হাজারও ভক্ত-আশেকানদের জিকির-আজকার, মাহফিল ও দরুদ শরীফে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। আখেরি মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, জাতির উন্নতি ও মানবকল্যাণ কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট