বাঁশখালী সংলাপ: “ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে”— এমন মধুর কণ্ঠে হামদ-নাত ও দরুদ শরীফে মুখরিত পরিবেশে চট্টগ্রামের বাঁশখালীতে হাজারো মানুষের অংশগ্রহণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সর্ববৃহৎ জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত, গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া শাখা ও আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) স্মৃতি সংসদের উদ্যোগে এ জুলুসের আয়োজন করা হয়।
হাজারো মানুষের পদযাত্রা ও গাড়িবহরে কাথরিয়ার চুনতি বাজারে জমায়েত হয়ে বিশাল এ জুলুস শুরু হয়। পরে এটি কাথরিয়া বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফকিরা হাট হয়ে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত বাগমারা অলিশাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে গিয়ে সমাপ্ত হয়। সেখানে মিলাদ, কিয়াম ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়।
জুলুস-পরবর্তী মাহফিলে সভাপতিত্ব করেন মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইন। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আমির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন— গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা আবু বকর সিকদার, মাওলানা আব্দুর রহিম সিরাজী, মুফতি আল্লামা নেছার উদ্দিন মুনিরী আলকাদেরী, মাওলানা আব্দুল মালেক আশরাফী, গাউসিয়া কমিটি বাংলাদেশ কাথরিয়া ইউনিয়ন শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, মাওলানা আব্দুল মজিদ আলকাদেরী, মাওলানা আব্দুর রহমান রেজভী, মাওলানা আব্দুর রহমান আলকাদেরী, সিরাজুল হক তাহেরী এবং মঈনুল ইসলাম ফরহাদ প্রমুখ।