1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত মাদরাসা পর্যায়ে বাঁশখালীর গুণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ মোশাররফ হোসাইন ওয়াশরুমে আটকা পড়া স্কুলছাত্রীকে বাঁশখালী ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে পুলিশের মতবিনিময় সভা বাঁশখালীর ‘পশ্চিম বাঁশখালায়’ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব, খোলা আকাশের নিচে ঠাঁই

একাত্তরের স্বাধীনতা বিরোধীরাই দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: বাঁশখালীতে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশে বক্তারা

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরায় শিবির সন্ত্রাসী হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (৩০ আগস্ট) বিকেলে মোশাররফ আলী মিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন আসিফের সভাপতিত্বে এবং উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, ফরহাদুল ইসলাম, সদস্য নিজাম উদ্দিন, তৈয়ব ও মারুফসহ স্থানীয় ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রবিউল হোসেন রবি বলেন, “যারা গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচারী হাসিনার দেখানো পথে হাঁটছে, তারাই আজ শিবিরের মাধ্যমে নৈরাজ্য ছড়াচ্ছে। ৫ আগস্ট পর থেকে তারা ছাত্রলীগের খোলস পাল্টে বটবাহিনীতে পরিণত হয়েছে। তিনটি জাতীয় নির্বাচনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। ছাত্রদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে।”

প্রধান বক্তা কামরুদ্দিন সবুজ বলেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সফল নেতৃত্বদানকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে তা ভাঙার ষড়যন্ত্র করছে বটবাহিনী। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের লড়াইয়ের অবসান ঘটবে।”

বিশেষ অতিথির বক্তব্যে আবদুস সবুর বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে শিবির বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ ছড়াচ্ছে। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন—কোনো ফাসেক ব্যক্তি সংবাদ আনলে তা যাচাই করতে হবে। আমরা মিথ্যা প্রচারণার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানাই।”

অন্যদিকে বিশেষ অতিথি ফরহাদুল ইসলাম বলেন, “স্বাধীনতা বিরোধী ও ২৪-এর গণঅভ্যুত্থান বিরোধী চক্র বাহারচরায় অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমার কোনো ভাইয়ের গায়ে হাত দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

 

ছবি: বাঁশখালীর বাহারচরায় শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের একাংশ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট