বিনোদন ডেস্ক: সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করা ইসলামিক সাংস্কৃতিক সংগঠন সুরতরী শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের ২য় শাখার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মাওলানা হারুন মার্কেটের ২য় তলায় নিজস্ব কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান আব্দুর রহিম, পরিচালক আসিফ তালুকদার মুজাহিদ, সহকারী পরিচালক শাহরিয়ার, ইঞ্জিনিয়ার রিদুয়ানুল ইসলামসহ স্থানীয় শিল্পী, সাহিত্যিক ও সুধীজন।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর পরিবেশিত হয় ইসলামি সঙ্গীত। সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে মূল প্রোগ্রামের যাত্রা শুরু হয়। এ সময় অভিভাবকরা বক্তব্য রেখে আগামীর প্রত্যাশা ব্যক্ত করেন।
সুরতরী সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আসিফ তালুকদার মুজাহিদ বলেন, “একটি রাষ্ট্র টিকে থাকে তিনটি স্তরের উপর— রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি। বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে মানুষকে দূরে রেখে বাংলাদেশি সংস্কৃতির বিকাশ ঘটাতেই সুরতরী শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের জন্ম। আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে আবৃত্তি, দেশের প্রান্তিক অঞ্চলে স্টেজ শো, এবং যন্ত্রবিহীন হামদ, নাত, কাওয়ালী, আবৃত্তি ও ইসলামি গান পরিবেশন। আমরা সারাদেশে অন্যান্য ইসলামি ভাবধারার শিল্পীগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রক্ষা ও সহযোগিতা অব্যাহত রাখব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক শাহরিয়ার।