বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে পুকুরে ডুবে মো. ওবাইদুর রহমান (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব চাম্বল এলাকার তালুকদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবাইদুর রহমান স্থানীয় জাহাঙ্গিরিয়া কাদেরিয়া কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং ৭ নম্বর ওয়ার্ডের মো. ইয়াছিনের ছেলে।
নিহতের চাচা মো. আবু তৈয়ব জানান, দুপুরে সাময়িক পরীক্ষা শেষে বাড়িতে ফিরে ওবাইদুর পাশের পুকুরে দুই বন্ধুর সঙ্গে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। তার এক সঙ্গী পরিবারের সদস্যদের বিষয়টি জানালে স্থানীয়রা তৎক্ষণাৎ পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে উদ্ধার করে চাম্বলের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।