বাঁশখালী সংলাপ: ‘উপকূল মানবাধিকার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও উন্নয়ন সংস্থা’র চট্টগ্রাম বিভাগ ও বাঁশখালী শাখার নেতৃবৃন্দ বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় বাঁশখালী থানার অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মিছবাহুল ইসলাম রিয়াদ এবং বাঁশখালী শাখার সভাপতি মোহাম্মদ রমিজ উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সেক্রেটারি মোহাম্মদ হাশেম রুবেল, প্রচার বিষয়ক সেক্রেটারি মীর রাসেল সিকদার, তথ্য বিষয়ক সেক্রেটারি জমির উদ্দিন, অর্থ বিষয়ক সেক্রেটারি হাফেজ কাইছার হামিদ; সদস্য জাহেদ হোসেন তালুকদার, মিজানুর রহমান, শাহাদাত হোসেন, জাহেদুল ইসলাম, হাফেজ সিকান্দার, হাফেজ সালাউদ্দিন, নজরুল ইসলাম, হিমাদ্রি হোসেন আবির, হাফেজ সাদ্দাম হোসেন, সাজ্জাদ হোসেন প্রমুখ।
সাক্ষাৎকালে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “বাঁশখালীর কোথাও সমাজ ও রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড দেখলে তা দ্রুত থানায় জানাবেন। পুলিশ প্রশাসন সর্বদা জনগণের পাশে রয়েছে এবং যথাযথ আইনানুগ সহায়তা প্রদান করবে।”
তিনি আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে, থানার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা দেওয়া হবে।”
সৌজন্য সাক্ষাৎ শেষে সংস্থার নেতৃবৃন্দ ওসি সাহেবের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পুলিশের সহযোগিতা প্রত্যাশা করেন।
‘বাঁশখালী সংলাপ.কম’র অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিয়োচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
‘বাঁশখালী সংলাপ.কম’ বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিখড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।