বাঁশখালী সংলাপ: বাঁশখালীর বৈলছড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থনে শহীদদের স্মরণে ফ্যাসিস্টবিরোধী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা ফজলুল কাদের। তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছে। শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ অর্জন করেছি। অথচ একটি মহল সেই ইতিহাস বিকৃত করে তা থেকে সুবিধা নিতে চাইছে।”
তিনি আরও বলেন, “এই আন্দোলনে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের অবদান ছিল সবচেয়ে বেশি। আজ সেই বিএনপির বিরুদ্ধেই ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপি জনগণের দল, আগামীতেও জনগণের পক্ষে কাজ করে যাবে। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করে দেবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদল নেতা মোহাম্মদ হারুন, আর দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের নেতা মাওলানা ইমাম শরীফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা. আজিজুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম, বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম।
উপজেলা যুবদল নেতা হুমায়ুন কবির এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বার রফিক আহমদ, নেজাম উদ্দিন, মর্তুজ আলী মন্টু, ইউনুস, নুরুল ইসলাম; যুবদল নেতা মোহাম্মদ বক্কর, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ আবচার, মোহাম্মদ ইসলাম, রুপন সেন, আবদুর রহিম; উপজেলা ছাত্রদল নেতা হেলাল উদ্দিন; বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি তানিম; বৈলছড়ী ইউনিয়ন ছাত্রদল নেতা শফিউল আলম, মিনহাজ, মাসুদ, করিম প্রমুখ।
Oplus_0