
বাঁশখালী সংলাপ:: জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে বাঁশখালীতে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের মাঠে ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণীসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম। উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জুলকারনাইন শাওনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী এবং বিআরডিভি কর্মকর্তা এনামুল করীম প্রমুখ।
পরে শৌখিন পশুপাখি পালনকারী ও ডেইরি মালিকদের অংশগ্রহণে বিভিন্ন স্টলের প্রদর্শনী শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।