
বাঁশখালী সংলাপ:: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফুল হক তায়েফের নেতৃত্বে বুধবার বিকেলে নির্বাচনী লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
দলীয় ২১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি বাঁশখালী পৌরসভার জলদি দক্ষিণ পাশে থানার সামনে থেকে শুরু হয়ে পৌরসভা অফিসের সামনে এসে শেষ হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেঞখা যায়।
এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম, জিওপি বাঁশখালী পৌরসভার সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. রেদোয়ান আযাদ, সিনিয়র সহ-সভাপতি কাউছার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়র সদস্য শাহাদাত হোসেন, বাঁশখালী উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, সিনিয়র সভাপতি আনছার উদ্দিন, প্রচার সম্পাদক মিজান উদ্দিন, সহ-প্রচার সম্পাদক তোফায়েল, মুক্তিযুদ্ধ সম্পাদক কলিম উদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম, কার্যকরী সদস্য নুরুল কাদের, কর্ণফুলী উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন শাকিলসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ বলেন, ‘গণঅধিকার পরিষদ জনগণের দল। জনগণের অধিকার পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা মাঠে আছি। গণমানুষের অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়।’
লিফলেট বিতরণ শেষে স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
