
বাঁশখালী সংলাপ: পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদ পুনর্গঠন ও পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) তারিখে নবগঠিত কমিটিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেন আউফামা প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও সম্পাদক।
নতুন আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলানা জিয়াউল হক। সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ.ন.ম. সোহাইল। এছাড়া যুগ্ম আহবায়ক পদে রয়েছেন মুহাম্মদ জয়নুল আবেদিন, মাওলানা মিরসছাদুল আবরার চৌধুরী এবং ইঞ্জিনিয়ার শওকত আলী।
মোহাম্মদ ফোরকানুল হক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং ফারুকে আজম সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন। যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন মাওলানা নজরুল ইসলাম চৌধুরী, মো. তারেক আজিজ, আশরাফুল আজিম ও মাওলানা আমিমুল ইহসান।
অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রচার সম্পাদক কায়সার হামিদ, প্রবাসী কল্যাণ সম্পাদক হাফেজ আমিন উল্লাহ ও রিয়াজুল হাসান, অফিস সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল-মামুন। সদস্য- মো. আবছার উদ্দীন, আবু নাছের মো. তারেক, তাফহিমুল ইসলাম চৌধুরী ও নজরুল ইসলাম।
কমিটির সদস্যরা জানিয়েছেন, নতুন এই কাঠামোর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই হবে তাদের মূল লক্ষ্য।
