সংলাপ শিক্ষা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল হাজরত খাদিজাতুল কোবরা (রা.) মহিলা দাখিল মাদরাসায় এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ছয় মাসের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ ইসমাইল। এ ছাড়া সাধারণ শিক্ষক সদস্য মোহাম্মদ মোজাহের ফারুকী, অভিভাবক সদস্য মোহাম্মদ সাকের উল্লাহ এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার সৈয়্যদ মর্তূজা আলী চৌধুরী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমান কমিটির মেয়াদকালে অগ্রাধিকার ভিত্তিতে নিয়মিত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি আসন্ন পরীক্ষার গুণগত ও সংখ্যাগত ফলাফল উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার জন্য এডহক কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন মনোনীত সভাপতি মুহাম্মদ ইসমাইল বর্তমানে দক্ষিণ আস্করিয়া দরবেশ আলী জামে মসজিদের খতিব ও মোহাম্মদিয়া সুন্নিয়া এশায়াতুল উলুম মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৪ সালে রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগ দেন এবং ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর থেকে অদ্যবধি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমদের স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনটি ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জারি করা হয়।