বাঁশখালী সংলাপ: বাঁশখালী তরুণ ফাউন্ডেশন (BYF)-এর ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ আনসার উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরাফাতুল ইসলাম সিকদার, যুগ্ম আহ্বায়ক হাফেজ আনিসুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ খোরশেদ বিন কাসেম এবং যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ওসমান গনি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদিত হয়েছে।
আহ্বায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ আনসার উল্লাহ বলেন— “আমি সমাজের কল্যাণ ও মানবতার সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করবো এবং সংগঠনের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো।”