1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত মাদরাসা পর্যায়ে বাঁশখালীর গুণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ মোশাররফ হোসাইন ওয়াশরুমে আটকা পড়া স্কুলছাত্রীকে বাঁশখালী ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে পুলিশের মতবিনিময় সভা বাঁশখালীর ‘পশ্চিম বাঁশখালায়’ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব, খোলা আকাশের নিচে ঠাঁই

বাঁশখালীতে সংরক্ষিত বনে গাছ কাটার সময় আটক ২

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীর নাপোড়া বন্যপ্রাণী অভয়ারণ্য বিটে সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমনি গাছ কাটার সময় দুইজনকে আটক করেছে বন বিভাগ।

বন বিভাগের বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস জানান, বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে নিয়মিত টহলকালে জঙ্গল নাপোড়া মৌজার সরকারি সংরক্ষিত বনে গাছ কাটার শব্দ পান তারা। শব্দের উৎসের দিকে অগ্রসর হয়ে দেখা যায়, স্থানীয় দুই যুবকসহ আরও কয়েকজন ছেও করাত দিয়ে আকাশমনি গাছ টুকরা করছে এবং কাটা কাঠ স্তুপ করছে।

এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে মো. বেলাল (১৯) ও মো. রায়হান (২০) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে সদ্য কাটা ৬টি আকাশমনি গাছের মোথা, ১৯ টুকরা আকাশমনি গোলকাঠ (৩০.২৪ ঘনফুট) এবং একটি ছেও করাত জব্দ করা হয়।

বন বিভাগ জানায়, জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ২১ হাজার ১৬৮ টাকা এবং বন ও পরিবেশের আনুমানিক ক্ষতি প্রায় ২ লাখ টাকা—মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৮ টাকা।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯২৭ সনের বন আইন (২০০০ সালে সংশোধিত) এর বিভিন্ন ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আসামীদ্বয়কে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় নাপোড়া বিটের বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস আরও বলেন, ‘আসামীদের আটক করে আদালতে সোপর্দ করার কারণে স্থানীয় দুষ্কৃতকারীরা আমাদের হুমকি ধমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তহীনতায় ভোগছি।

 

 

ছবি: আটককৃত আসামী মো. বেলাল (১৯) ও মো. রায়হান (২০)।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট