বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীর নাপোড়া বন্যপ্রাণী অভয়ারণ্য বিটে সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমনি গাছ কাটার সময় দুইজনকে আটক করেছে বন বিভাগ।
বন বিভাগের বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস জানান, বুধবার (১৩ আগস্ট) সকাল ৬টার দিকে নিয়মিত টহলকালে জঙ্গল নাপোড়া মৌজার সরকারি সংরক্ষিত বনে গাছ কাটার শব্দ পান তারা। শব্দের উৎসের দিকে অগ্রসর হয়ে দেখা যায়, স্থানীয় দুই যুবকসহ আরও কয়েকজন ছেও করাত দিয়ে আকাশমনি গাছ টুকরা করছে এবং কাটা কাঠ স্তুপ করছে।
এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ধাওয়া করে মো. বেলাল (১৯) ও মো. রায়হান (২০) নামে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে সদ্য কাটা ৬টি আকাশমনি গাছের মোথা, ১৯ টুকরা আকাশমনি গোলকাঠ (৩০.২৪ ঘনফুট) এবং একটি ছেও করাত জব্দ করা হয়।
বন বিভাগ জানায়, জব্দকৃত কাঠের বাজারমূল্য প্রায় ২১ হাজার ১৬৮ টাকা এবং বন ও পরিবেশের আনুমানিক ক্ষতি প্রায় ২ লাখ টাকা—মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ১৬৮ টাকা।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ১৯২৭ সনের বন আইন (২০০০ সালে সংশোধিত) এর বিভিন্ন ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক আসামীদ্বয়কে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় নাপোড়া বিটের বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস আরও বলেন, 'আসামীদের আটক করে আদালতে সোপর্দ করার কারণে স্থানীয় দুষ্কৃতকারীরা আমাদের হুমকি ধমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তহীনতায় ভোগছি।
ছবি: আটককৃত আসামী মো. বেলাল (১৯) ও মো. রায়হান (২০)।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত