1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত বাঁশখালীতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, গুণীজন পেলেন সংবর্ধনা বাঁশখালী প্রধান সড়কে ভাড়া তালিকা চাই! চট্টগ্রামে বৃষ্টি মানেই পরাজিত রাষ্ট্রের মুখ বাঁশখালী হাসপাতালে ডেলিভারি, আইসিইউ’তে নবজাতকের মৃত্যু: চিকিৎসায় অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ পরিবার বাঁশখালীতে ডিসি আসার খবরে রাতারাতি স্কুল মাঠে অস্থায়ী সড়ক, সমালোচনার ঝড় বৈলছড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটি গঠন ধর্মীয় প্রতিষ্ঠান যেন হয় ‘সার্বজনীন ও স্বচ্ছতার’ প্রতীক আইআইইউসি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হলেন বাঁশখালীর কাইদুল ওয়াদুদ জিহান শীলকূপ ইউনিয়নে গ্রাম আদালতে ন্যায়বিচার পেয়ে সন্তুষ্ট বিচারপ্রার্থীরা

বাঁশখালী হাসপাতালে ডেলিভারি, আইসিইউ’তে নবজাতকের মৃত্যু: চিকিৎসায় অবহেলা ও দুর্ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ পরিবার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিবেদন: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বাঁশখালী হাসপাতাল) চিকিৎসায় অবহেলা ও হাসপাতাল কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এক নবজাতকের মৃত্যুকে ঘিরে। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতালের সার্বিক সেবাদানের মান ও দায়িত্বশীলতার ওপর।

জানা গেছে, গত ২৭ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব বড়ঘোনা গ্রামের গৃহবধূ জান্নাতুন নাইমা (২১) ডেলিভারিজনিত জটিলতা নিয়ে বাঁশখালী হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, রোগীর ব্যথা ও সংকট বারবার বাড়লেও কর্তব্যরত নার্স ও কর্মীরা “সব কিছু ঠিক আছে” বলে আশ্বস্ত করে সময়ক্ষেপণ করে।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সন্তান প্রসবের পর দেখা যায়, নবজাতকটি নিস্তেজ, নড়াচড়া নেই এবং কান্নাও করছে না। প্রায় ১৫ মিনিট পর শিশুর শরীরে খিচুনির মতো অস্বাভাবিক লক্ষণ দেখা দিলেও নার্সরা সেটিকে ‘কান্না’ বলে উড়িয়ে দেন। এরপর তড়িঘড়ি করে শিশুটিকে চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে রেফার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, জন্মের সময় নবজাতকের মাথায় অতিরিক্ত চাপ প্রয়োগে তার মস্তিষ্কের টিস্যু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুটি প্রায় ৩০ ঘণ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মৃত্যুবরণ করে।

রোগীর পরিবারের অভিযোগ, সন্তান প্রসবের সময় নার্সদের আচরণ ছিল অমানবিক ও অপ্রশিক্ষিতের মতো। রোগীর দেবর সাহাদাত হোসাইন বলেন, “আমরা বারবার জিজ্ঞেস করলেও নার্সরা বিরক্ত হয়ে তুচ্ছভাষায় উত্তর দিত। শিশুর মাথা বের করতে পারছিল না, পরে পেট চেপে টেনে বের করে। তারপর বলে শহরে নিয়ে যান! এটা কী চিকিৎসা?”

রোগীর মা বেবি আক্তার ও শাশুড়ি তৈয়বা খাতুনও নার্সদের খারাপ ব্যবহার ও দায়িত্বহীন আচরণের অভিযোগ তোলেন।

এ ঘটনায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার গণমাধ্যমকে বলেন, “ঘটনার বিস্তারিত জানা ছিল না। আপনার মাধ্যমে জানলাম। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ভুক্তভোগী পরিবার দায়ী চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে দ্রুত তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসাথে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও স্টাফদের আচরণগত প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার অনুরোধ করেছে তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট