1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে ঘুষ নেওয়ার সময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মচারী আটক

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ::: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের শাহ আলম নামে একজন কর্মচারীকে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে দুদকের ফাঁদ অভিযানে তিনি আটক হন। আটক ব্যক্তি শাহ আলম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, বাঁশখালীতে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কাম অফিস সহকারী হিসেবে কর্মরত।

দুদক সূত্রে জানা যায়, সাবেক অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী আ ন ম মুদ্দাছেরুল হক মাসুদ তাঁর বকেয়া ভাতা ও পেনশনের সরকারি টাকা উত্তোলনের কাজে দীর্ঘদিন ধরে হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগ করে দুদকে লিখিত আবেদন করেন। অভিযোগের সত্যতা যাচাই শেষে দুদক কমিশনের অনুমোদনে চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে অভিযোগকারী মাসুদের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় শাহ আলমকে হাতেনাতে আটক করা হয়।

ফাঁদ অভিযানের নেতৃত্ব দেন দুদক চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ। অভিযানে আরও অংশ নেন উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন, আবুল হাসান ও সুরাইয়া সুলতানা। পুরো অভিযান তদারকি করেন দুদকের উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন।

দুদক জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি দপ্তরে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে কমিশনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট