
সংলাপ সংবাদদাতা::: চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা এইচ. এম. রুহুল্লাহ তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জামশেদুল আলমের হাতে মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত শনিবার তিনি উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
জানা গেছে, নিজ নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রুহুল্লাহ তালুকদারই একমাত্র প্রার্থী। আসন্ন নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা সভাপতি মুফতি নুরুল আমিন, বাঁশখালী পৌরসভা সভাপতি মাওলানা কলিম উল্লাহ, উপজেলা সেক্রেটারি মাওলানা ফয়েজ উল্লাহ, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল ইসলাম, ইসলামী আন্দোলন উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা আমান উল্লাহ হাসান, শ্রমিক আন্দোলন উপজেলা সভাপতি ওয়াহিদ উল্লাহ আল নোমানসহ কাজী আবেদুর রহমান, মাস্টার আনাস, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শহিদ উল্লাহ, মো. ফয়সাল ও মো. কলিম উল্লাহ প্রমুখ।
মনোনয়ন দাখিলের পর সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা এইচ. এম. রুহুল্লাহ তালুকদার বলেন, ‘জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। বাঁশখালীর মানুষ যদি আমাকে সুযোগ দেন, তবে ইনশাআল্লাহ এ জনপদের সার্বিক উন্নয়নে আমি কাজ করব। এবং জুলাই চেতনাকে ধারণ করে এগিয়ে যাবো।’
উল্লেখ্য, মাওলানা এইচ. এম. রুহুল্লাহ তালুকদার এর আগে ছাত্রআন্দোলন দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলার সেক্রেটারির দায়িত্বে রয়েছেন।