1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে আপন ভাইয়ের নেতৃত্বে হামলা, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৫

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:::চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে সশস্ত্র হামলা, নারী নির্যাতন ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- মোহাম্মদ সেলিম (৪৪), তার স্ত্রী রহিমা বেগম, ভাই নুরুল ইসলাম, নুরুল ইসলামের অন্তঃসত্ত্বা স্ত্রী ইশরাতুল জান্নাত নিশাতসহ পরিবারের আরও একজন সদস্য। আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আহত মোহাম্মদ সেলিম বাঁশখালী থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে তার আপন ভাই রেজাউল করিমের নেতৃত্বে কয়েকজন দা, কিরিচ ও লোহার রড নিয়ে তার বসতঘরে অতর্কিত হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা প্রথমে নারী সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে বাধা দিলে অন্তঃসত্ত্বা ইশরাতুল জান্নাত নিশাতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। পরে মোহাম্মদ সেলিম, তার স্ত্রী ও ভাই নুরুল ইসলামের ওপর একের পর এক প্রাণঘাতী হামলা চালানো হয়। এতে সবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত ও হাড়ভাঙা জখম হয়।

এজাহারে আরও বলা হয়, হামলার একপর্যায়ে অভিযুক্তরা নারীদের পরনের কাপড় টেনে শ্লীলতাহানি করে এবং বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় মোহাম্মদ সেলিমের ঘর থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও তার স্ত্রীর গলার স্বর্ণের চেইন লুট করা হয়। পাশাপাশি নুরুল ইসলামের ঘর থেকেও স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় হামলাকারীরা। হামলার সময় মামলা করলে পুরো পরিবারকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা আহতদের মাথায় সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমার কাছে এখনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট