
শেখেরখীল প্রতিনিধি:: চট্টগ্রামের বাঁশখালীস্থ শেখেরখীল দারুচ্ছালাম আদর্শ আলিম মাদরাসার হলরুমে শুক্রবার বিকেলে এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বাহমনিখীল ইলাহী ইসলামী যুব কাফেলা’-এর ২০২৫-২৭ সেশনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।
শপথ অনুষ্ঠানের এই দিনে সংগঠনটি মানবতার কল্যাণে এক মহতী উদ্যোগ গ্রহণ করে। এ সময় অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নগদ আর্থিক সহাযতা প্রদান করা হয়।
শেখেরখীল বায়তুর রব্বান শাহী জামে মসজিদের খতিব মাওলনা সরওয়ার কামাল হাবিবীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখেরখীল ইউনিয়ন জামায়াতের আমীর শিক্ষাবিদ এমরান বাচ্চু।
সংগঠনের সদস্য ও শিক্ষাবিদ মোহাম্মদ মোজাম্মেল হক এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্ঠা ও শিক্ষাবিদ মাস্টার নওয়াব আলী, শিক্ষাবিদ তফাজ্জল হোসেন, কমর-উল হক, মাওলানা জাফর আহমেদ, সংগঠনের সহ-সভাপতি আক্তারুজ্জামান, সংগঠনের শিক্ষা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আতাউর রহমান।
এ সময় সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ হাসমত উল্লাহ, সাধারণ সম্পাদক এস.এম ইমাম হোছাইন, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ বায়েজিদ ইলাহী, অর্থ সম্পাদক মুহাম্মদ তারেকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সাকিবুল হাসান মানিক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোজাহেরুল ইসলাম, অফিস ও প্রচার সম্পাদক হাফেজ আব্দুস সত্তার রেজভী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ সাকিব হোছাইন, কৃষি ও প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সংগঠনের এই শপথ গ্রহণ কেবল একটি দায়িত্ব গ্রহণ নয়, এটি সমাজ ও মানুষের প্রতি পবিত্র অঙ্গীকার। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, মানবসেবারও ধর্ম। তাঁরা যুব সমাজের প্রতি আদর্শিক চেতনার পাশাপাশি মানবসেবার ব্রত নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান এবং সমাজের সুবিধা বঞ্চিত, দুস্থ ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নবনির্বাচিত কমিটির জনকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর (২০২৫-২৭) সামাজিক ও ধর্মীয় কাজে গতিশীলতা আনবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।