
বাঁশখালী সংলাপ:: গোপন সংবাদে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ মোহাম্মদ আবছার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে।
বুধবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের বৈলছড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশের চৌকস একটি টিম।
গ্রেফতার আসামী মো. আবছার বাঁশখালী বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক, বৈলছড়ি ইউনিয়ন যুবলীগের সংগঠক। তিনি বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাকিম আলীর পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘আবছার একজন যুবলীগের সক্রিয় কর্মী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার নেতৃত্ব দিয়েছে সে। বিগত সময়ে দলীয় প্রভাব দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগও তুলেছে স্থানীয়রা।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বিশেষ অভিযান পরিচালনা করে যুবলীগ নেতা আবছারকে বৈলছড়ি বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।