
বাঁশখালী সংলাপ:: বাঁশখালী উপজেলা রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের ২০২৫-২০২৭ সেশনের নির্বাহী পরিচালনা কমিটির নির্বাচন ও হিসাব-নিকাশ উপস্থাপন উপলক্ষে বার্ষিক বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
শীলকূপ টাইমবাজারস্থ হাজী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক।
সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি আ.ন.ম মহিউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ও দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন।
উপজেলা রিক্সা চালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী এমরানুল হক এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঁশখালী উপজেলার সভাপতি মাওলানা জোবাইর আহমেদ, উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইছমাইল, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোখতার হোছাইন সিকদার, সহ-সাধারণ সম্পাদক ও ট্রেড ইউনিয়ন সম্পাদক শরফুল আমিন চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দীন।
সভায় বক্তারা বলেন, ‘শ্রমিক সমাজ দেশের অর্থনীতির মেরুদণ্ড। রিক্সা চালকরা শহর ও গ্রামাঞ্চলে মানুষের যাতায়াতের অন্যতম প্রধান বাহন হিসেবে প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা সমাজের সকলের নৈতিক দায়িত্ব।’
বক্তারা আরও বলেন, সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রিক্সা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, দুর্ঘটনা বীমা, চিকিৎসা সহায়তা ও সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ইউনিয়নের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।
এছাড়াও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা নির্বাহী সদস্য ও রিক্সাচালক শ্রমিক কল্যাণ ইউনিয়নের নির্বাহী সদস্যগণ বক্তব্য রাখেন।
সভায় নতুন নির্বাহী কমিটি গঠন ও বিগত কার্যবিবরণী ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।