1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সম্পত্তির লোভে বাবাকে হত্যা: পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ছেলের চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাঁশখালীতে জায়গা-জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ শ্রমিক সমাজ অর্থনীতির মেরুদণ্ড’ বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণের সভায় বক্তারা বাঁশখালীতে পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয় বাঁশখালী সমিতি চট্টগ্রামের নতুন কমিটি গঠিত বিবেক অফ, ক্যামেরা অন- সোশ্যাল ডিজিসে ভুগছে আধুনিক সমাজ বাঁশখালীর কদম রসূল সাগর পাড়ে ভেসে উঠলো অজ্ঞাত লাশ বাঁশখালীতে স্লুইসগেইট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে

বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণে ‘সাপ্লাই সিন্ডিকেটের একচেটিয়া নিয়ন্ত্রণ: অভিযোগ তালুকদার ট্রেডিং-এর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের বাঁশখালীর কদম রসুল বেড়িবাঁধ নির্মাণকাজে একটি প্রভাবশালী সিন্ডিকেটের ‘একচেটিয়া সাপ্লাই নিয়ন্ত্রণ’ এবং প্রতিযোগী সাপ্লায়ারদের বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছেন তালুকদার ট্রেডিং-এর সত্ত্বাধিকারী মোহাম্মদ কাইদুল ওয়াদুদ (জিহান)। মঙ্গলবার (২৮ অক্টোবর) কদম রসুলের সওদাগর টেকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে কদম রসুল পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ পেয়েছে প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল)। পিডিএলের পারচেজ অর্ডার অনুযায়ী তিনি ১ লাখ সিএফটি ভিটি বালি এবং পরে কাস্টিং স্যান্ড সরবরাহের অনুমোদন পেলেও স্থানীয় একটি সাপ্লাই প্রতিষ্ঠান ও ইউপি প্যানেল চেয়ারম্যানের নেতৃত্বাধীন সিন্ডিকেট ‘হুমকি ও বাধা’ সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সিন্ডিকেট বাধা দিলেও তিনি বৈধভাবে প্রায় ৫ হাজার সিএফটি ভিটি বালি ও ১৫ হাজার সিএফটি কাস্টিং স্যান্ড সরবরাহ করেছেন। তবে প্রকল্প এলাকায় বর্তমানে থাকা প্রায় এক লাখ সিএফটি বালির অধিকাংশই লবণাক্ত পানি দিয়ে আনলোড করা হয়েছে, যা ভবিষ্যতে বেড়িবাঁধের স্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে লবণাক্ত পানি ব্যবহার বন্ধে নির্দেশনা দেন এবং প্রকল্প ঠিকাদারকে জরিমানাও করেন। এরপরও ‘রাতের আঁধারে’ সাপ্লাই কার্যক্রম চলেছে বলে অভিযোগ তোলেন তিনি।

নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ তথ্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘তালুকদার ট্রেডিং-এর একমাত্র সত্ত্বাধিকারী আমি। আমার বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার চালিয়ে মূল অনিয়ম আড়াল করার চেষ্টা চলছে।’

তিনি টেকসই বেড়িবাঁধ নির্মাণে স্বচ্ছ তদন্ত, অনিয়মের উৎস অনুসন্ধান এবং সিন্ডিকেটের প্রভাবমুক্ত প্রকল্প বাস্তবায়নে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট