1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :

জায়গা-জমি নিয়ে বিরোধ: বাঁশখালীতে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে চাচাতো বোন নিহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের বাঁশখালীতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রিপু আক্তার (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স’লার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ মিয়ার স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপু আক্তার গত মঙ্গলবার বাবার বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে তার চাচাতো ভাই ফরিদ আহমদ ও তার ছেলে মো. শহিদুল্লাহর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে একপর্যায়ে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবি হাসিনা বেগম বলেন, ‘সকালে জায়গা নিয়ে কথা কাটাকাটির সময় ফরিদ আহমদ ও তার ছেলে শহিদ রিপুকে মারধর করে। ইটের আঘাতে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, ‘রিপু আক্তার নামে গৃহবধুকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার গলার নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘জায়গা-সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

ঘটনার পর থেকে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট