
বাঁশখালী সংলাপ:: বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে প্রথম দিন স্কুল পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সরকার ঘোষিত ‘টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা নেবো দল বেঁধে’- এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় দেশব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উত্তর মনকিচর ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির সূচনা হয়।
ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হয়। এদিন বিদ্যালয়ের মোট ৩০৭ জন শিক্ষার্থীকে টিকা প্রদান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, পরিবার পরিকল্পনা পরিদর্শক (শীলকূপ) রিদোয়ানুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিয়া রানী বড়ুয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, ইউপি সদস্য জন্নাতুল ফেরদৌস, পরিবার কল্যাণ সহকারী কামরুন নাহার ও স্বাস্থ্য সহকারী রিপু আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য রোগ। তাই সকল শিশুকে টিকা প্রদানের মাধ্যমে এ রোগ থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতন হতে হবে।’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে পরিচালিত এই টিকাদান কর্মসূচি আগামী কয়েক সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।