
বাঁশখালী সংলাপ: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শীলকূপ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা অরুণ জয় ধর, ইউপি সদস্য মো. ইউসূফ, মো. ফিরোজ সিকদার, জান্নাতুল ফেরদৌস লাকি ও জান্নাতুল ফেরদৌসের প্রতিনিধি। এছাড়া বিভিন্ন মন্দির ও পূজা কমিটির দায়িত্বশীলদের মধ্যে আশুতোষ দেব, উজ্জ্বল কান্তি দেব, শিপন দাশ, দূর্জয় দাশ, সুকুমার শীল, মৃদুল শীল, মন্টু সুশীল ও মিটন সুশীলসহ স্থানীয় ইমাম, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, “আমাদের শীলকূপে ৪টি পূজা মণ্ডপ রয়েছে। পূজার্চনার স্বতঃস্ফূর্ত পরিবেশ নিশ্চিত করতে পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। পূজা কমিটির আবেদনের প্রেক্ষিতে শীলকূপ নোয়াপাড়া সড়কটি তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়েছে, যাতে পূজার মণ্ডপে যাতায়াতে কোনো সমস্যা না হয়। পাশাপাশি টাইমবাজার এলাকায় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”