1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :

ডেঙ্গু প্রতিরোধে শীলকূপে জনসচেতনতামূলক র‍্যালী

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

শীলকূপ প্রতিনিধি: “মশার বিস্তার রোধ করি—ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীর ৯নং (ক) শীলকূপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‍্যালীটি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

র‍্যালীতে উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রশিদ আহমদ, ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌস লাকির প্রতিনিধি জানে আলম, জান্নাতুল ফেরদৌসের প্রতিনিধি হোসাইন সিদ্দিকী, মো. মিজানুর রহমান সিকদার, মো. ফিরোজ সিকদারসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; জনগণের সচেতনতাই এ ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি। প্রতিটি পরিবারকে নিজ নিজ ঘর-বাড়ি, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বাড়ির টবে, ড্রামে, পুরনো টায়ার কিংবা জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্মায়—তাই সবাইকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টাই ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তুলতে পারে।”

আয়োজকরা জানান, এ ধরনের জনসচেতনতামূলক র‍্যালীর মাধ্যমে সাধারণ মানুষকে মশা নিয়ন্ত্রণে এগিয়ে আসতে উৎসাহিত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট