বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবেরহাট এলাকায় লোহার ভারী যন্ত্রপাতি বোঝাই একটি লরিট্রাক উল্টে গিয়ে রাস্তার ধারে থাকা একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে কুতুবদিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, মাতারবাড়ি এলাকায় উন্নয়ন কাজের জন্য চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৫০টি লরি ট্রাক মালামাল বহন করে কুতুবদিয়া যাচ্ছিল। পথিমধ্যে সাহেবেরহাট এলাকায় স্পিড ব্রেকারের কাছে হঠাৎ ব্রেক চাপতে গিয়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান এস. এম. জামান এন্টারপ্রাইজের মালিক জসীম উদ্দীন বলেন, “খবর পেয়ে সকালে দোকানে এসে দেখি আমার প্রতিষ্ঠানের অর্ধেক ভেঙে গেছে। এতে বড় ধরনের ক্ষতি হয়েছে।”
সাধনপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. দেলোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাহেবেরহাট এলাকায় অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ কারণে এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে।”
রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের এএসআই মোহাম্মদ শরীফ জানান, “লরিট্রাক উল্টে পড়ায় একটি বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত লরিটি সরানোর কাজ চলছে।”