1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন আটক আইন-শৃঙ্খলা রক্ষায় জনতার সহযোগিতা জরুরি: বাঁশখালীতে পুলিশ সুপার সাইফুল ইসলাম বাঁশখালীতে ঋষিধাম মহারাজের সাথে সৌজন্য সাক্ষাতে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বাঁশখালীতে অগ্নিদুর্গত পাঁচ পরিবারের মাঝে জামায়াতের অর্থ সহায়তা চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও পেকুয়ার সীমান্ত এলাকার এক আমেরিকা প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার সীমান্ত এলাকার মাতবর পাড়াস্থ আমেরিকা প্রবাসী জামালের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এই সময় চোরের দল বাড়িতে থাকা ডলার, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, দামি আসবাবপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশের একটি টিম।

অভিযোগ সুত্রে জানা যায়, ‘দেশে বেড়াতে এসে গত ৩০ জানুয়ারি আমেরিকা প্রবাসী জামাল উদ্দিন ও তার স্ত্রী পুনরায় আমেরিকা চলে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা চট্টগ্রাম শহরে বসবাস করে। বাড়ি থেকে যাওয়ার সময় প্রতিবারের মতো ঘর তালাবদ্ধ করে যায় ওই দম্পতি। এদিকে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়িতে এসে দেখতে পায় বাড়ির সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো অবস্থায় রয়েছে। চোরেরা ছাদের দরজা ভেঙে ঘরের সিঁড়ি দিয়ে রুমে প্রবেশ করে। এরপর ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রপ ভেঙে তছনছ করে সবকিছু নিয়ে যায়।’

ক্ষতিগ্রস্ত আমেরিকা প্রবাসী জামালের মেয়ে তছলিমা খানম বলেন, ‘আমার বাবা-মা গত মাসের ৩০ তারিখ আমেরিকা চলে যায়। আমরা শহরে থাকি। যার কারণে ঘর সব সময় তালাবদ্ধ থাকে। আমার ছোট ভাই সারুফ উদ্দিন বাড়িতে এসে দেখতে পায় চোরের দল সবকিছু তছনছ করে ফেলেছে। বাড়ির সব কিছু নিয়ে যায় চোরের দল। কিছুই তারা অবশিষ্ট রাখেনি। আমরা এলাকাবাসীকে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট