1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ বাঁশখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও চেক বিতরণ জাপানভিত্তিক রিসসো কোসেই-কাইয়ের উদ্যোগে বাঁশখালীতে শিক্ষা উপকরণ বিতরণ সরকারি বেড়িবাঁধ কেটে অবৈধভাবে বসানো নাসি উচ্ছেদ চায় বড়ঘোনাবাসী বাঁশখালীতে অনুষ্ঠিত হলো সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা নির্বাচনী শৃঙ্খলায় উদাহরণ অধ্যক্ষ জহিরুল: নিজেই সরালেন নিজের পোস্টার বাঁশখালীতে ইপসার উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত তফসিলের পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ ১৫ লাখ টাকার ট্রলিং জাল উদ্ধার, বাঁশখালীতে ১৮ জেলে আটক দাঁড়িপাল্লার সমর্থনে বাঁশখালীতে যুব-ছাত্র ও নাগরিক গণসমাবেশের প্রস্তুতি বৈঠক সম্পন্ন

জেলা প্রশাসকসহ তিন কর্মকর্তার সঙ্গে বাঁশখালী সমিতি চট্টগ্রামের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাঁশখালী সমিতি চট্টগ্রাম। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমিতির কার্যকরী কমিটির সদস্যরা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে জেলা প্রশাসক বাঁশখালী সমিতির সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ শেষে সমিতির পক্ষ থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নুরুল্লাহ নূরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঙ্গেও সমিতির নেতারা সাক্ষাৎ করেন। তিনজনই বাঁশখালী সমিতির উদ্যোগ ও কার্যক্রমকে ইতিবাচক উল্লেখ করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাঁদের এই আন্তরিকতা সমিতির সদস্যদের আরও অনুপ্রাণিত করেছে বলে জানান প্রতিনিধিরা।

বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতারা জানান, এলাকার উন্নয়ন, সত্য, ন্যায় ও মানবিকতার চেতনাকে ধারণ করে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ পরিচালনা করে আসছেন। সমিতির উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় স্থায়ী জায়গার আবেদন, শীতবস্ত্র ও কম্বল বিতরণ, বিনামূল্যে ওষুধ বিতরণ, স্কুল কলেজ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সরকারি সহায়তা পেতে সহযোগিতা, সমাজের বিত্তবানদের অংশগ্রহণে যাকাত ফান্ড গঠন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাঁদের মতে, উপদেষ্টা কমিটির দিকনির্দেশনা এবং সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় বাঁশখালীসহ চট্টগ্রাম ও দেশের উন্নয়নে সমিতি মানবিক ও কল্যাণমুখী ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. শাহজান চৌধুরী চেয়ারম্যান, সহসভাপতি দোলত আকবর চৌধুরী, সেক্রেটারি মো. সরওয়ার কামাল, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাকেরুল ইসলাম সাকিব, আবুল কাশেম, নুরুল মোস্তাফা, আবু তাহের, হাফেজ জাবের আহমেদ চৌধুরী, শাহিন, সাজ্জাদ, অ্যাডভোকেট মিজান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট