বাঁশখালী সংলাপ:: চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক জাহেদুল ইসলাম মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে বাঁশখালী সমিতি চট্টগ্রাম। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমিতির কার্যকরী কমিটির সদস্যরা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান। সাক্ষাৎকালে জেলা প্রশাসক বাঁশখালী সমিতির সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ শেষে সমিতির পক্ষ থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক নুরুল্লাহ নূরীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের সঙ্গেও সমিতির নেতারা সাক্ষাৎ করেন। তিনজনই বাঁশখালী সমিতির উদ্যোগ ও কার্যক্রমকে ইতিবাচক উল্লেখ করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাঁদের এই আন্তরিকতা সমিতির সদস্যদের আরও অনুপ্রাণিত করেছে বলে জানান প্রতিনিধিরা।

বাঁশখালী সমিতি চট্টগ্রামের নেতারা জানান, এলাকার উন্নয়ন, সত্য, ন্যায় ও মানবিকতার চেতনাকে ধারণ করে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জনসেবামূলক উদ্যোগ পরিচালনা করে আসছেন। সমিতির উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় স্থায়ী জায়গার আবেদন, শীতবস্ত্র ও কম্বল বিতরণ, বিনামূল্যে ওষুধ বিতরণ, স্কুল কলেজ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের সরকারি সহায়তা পেতে সহযোগিতা, সমাজের বিত্তবানদের অংশগ্রহণে যাকাত ফান্ড গঠন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাঁদের মতে, উপদেষ্টা কমিটির দিকনির্দেশনা এবং সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় বাঁশখালীসহ চট্টগ্রাম ও দেশের উন্নয়নে সমিতি মানবিক ও কল্যাণমুখী ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. শাহজান চৌধুরী চেয়ারম্যান, সহসভাপতি দোলত আকবর চৌধুরী, সেক্রেটারি মো. সরওয়ার কামাল, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাকেরুল ইসলাম সাকিব, আবুল কাশেম, নুরুল মোস্তাফা, আবু তাহের, হাফেজ জাবের আহমেদ চৌধুরী, শাহিন, সাজ্জাদ, অ্যাডভোকেট মিজান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত