1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর পাহাড়ে বাড়ছে আদার বাণিজ্যিক চাষ, আশাতীত ফলনে খুশি চাষীরা অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: বাঁশখালীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ বাঁশখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও চেক বিতরণ জাপানভিত্তিক রিসসো কোসেই-কাইয়ের উদ্যোগে বাঁশখালীতে শিক্ষা উপকরণ বিতরণ সরকারি বেড়িবাঁধ কেটে অবৈধভাবে বসানো নাসি উচ্ছেদ চায় বড়ঘোনাবাসী বাঁশখালীতে অনুষ্ঠিত হলো সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা নির্বাচনী শৃঙ্খলায় উদাহরণ অধ্যক্ষ জহিরুল: নিজেই সরালেন নিজের পোস্টার বাঁশখালীতে ইপসার উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত তফসিলের পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ

আমরা রাষ্ট্র ক্ষমতায় এলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব: ড. রফিকুল আমিন

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমিন বলেছেন, ‘আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব। মিথ্যা মামলা প্রমাণ হলে একই ধারায় মামলাকারীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।’

শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বাংলাদেশ আমজনগণ পার্টি, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করেছে, কিন্তু একটি সাক্ষীও দাঁড় করাতে পারেনি। এ মামলার সাক্ষী সরকারি লোক হলেও ডেসটিনির কোনো গ্রাহক আমার বিরুদ্ধে কখনও অভিযোগ করেননি। আমরা ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি নয়, আইনের শাসনই হবে মূল ভিত্তি।’

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এবারের নির্বাচন আপনার নিজের ভবিষ্যৎ ঠিক করবে- আগামী পাঁচ বছর আপনি সুস্থ থাকবেন কি না, চাকরি হবে কি না, শান্তিতে ঘুমাতে পারবেন কি না, দেশ ভালো থাকবে কি না এ সিদ্ধান্ত আপনিই নেবেন। আমি কখনও বলব না আমার দলকে ভোট দিন; বরং বলব, আপনার নিজের সিদ্ধান্তকেই ভোট দিন।’

তিনি আরও বলেন, ‘আমরা আমজনগণ পার্টি সিদ্ধান্ত নিয়েছি- গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবো। কারও বদনাম করে নয়, কাজের অঙ্গীকার দিয়ে ভোট চাইবো।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুর বিভাগের সংগঠক শরিফুল ইসলাম গাজি, খুলনা বিভাগের সংগঠক ইঞ্জি. শহিদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের সংগঠক আবুল হাসান, চট্টগ্রাম জেলার আহ্বায়ক নুর নাহার বেগম, সদস্য সচিব আবু জাফর মিলন, কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ নুরুল আবছার। এ ছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় আমজনগণ পার্টি ইতিবাচক ভাবমূর্তি নিয়ে এগোচ্ছে। সাধারণ মানুষের দাবি, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে দলের মূল উদ্দেশ্য।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট