
শিব্বির আহমদ রানা: বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বাংলাদেশ আমজনগণ পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমিন বলেছেন, ‘আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব। মিথ্যা মামলা প্রমাণ হলে একই ধারায় মামলাকারীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।’
শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বাংলাদেশ আমজনগণ পার্টি, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করেছে, কিন্তু একটি সাক্ষীও দাঁড় করাতে পারেনি। এ মামলার সাক্ষী সরকারি লোক হলেও ডেসটিনির কোনো গ্রাহক আমার বিরুদ্ধে কখনও অভিযোগ করেননি। আমরা ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি নয়, আইনের শাসনই হবে মূল ভিত্তি।’
আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এবারের নির্বাচন আপনার নিজের ভবিষ্যৎ ঠিক করবে- আগামী পাঁচ বছর আপনি সুস্থ থাকবেন কি না, চাকরি হবে কি না, শান্তিতে ঘুমাতে পারবেন কি না, দেশ ভালো থাকবে কি না এ সিদ্ধান্ত আপনিই নেবেন। আমি কখনও বলব না আমার দলকে ভোট দিন; বরং বলব, আপনার নিজের সিদ্ধান্তকেই ভোট দিন।’
তিনি আরও বলেন, ‘আমরা আমজনগণ পার্টি সিদ্ধান্ত নিয়েছি- গতানুগতিক রাজনীতি থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করবো। কারও বদনাম করে নয়, কাজের অঙ্গীকার দিয়ে ভোট চাইবো।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রংপুর বিভাগের সংগঠক শরিফুল ইসলাম গাজি, খুলনা বিভাগের সংগঠক ইঞ্জি. শহিদুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের সংগঠক আবুল হাসান, চট্টগ্রাম জেলার আহ্বায়ক নুর নাহার বেগম, সদস্য সচিব আবু জাফর মিলন, কেন্দ্রিয় সদস্য মোহাম্মদ নুরুল আবছার। এ ছাড়া বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় আমজনগণ পার্টি ইতিবাচক ভাবমূর্তি নিয়ে এগোচ্ছে। সাধারণ মানুষের দাবি, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে দলের মূল উদ্দেশ্য।