1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর পাহাড়ে বাড়ছে আদার বাণিজ্যিক চাষ, আশাতীত ফলনে খুশি চাষীরা অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: বাঁশখালীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২ বাঁশখালীতে যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২ বাঁশখালীতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও চেক বিতরণ জাপানভিত্তিক রিসসো কোসেই-কাইয়ের উদ্যোগে বাঁশখালীতে শিক্ষা উপকরণ বিতরণ সরকারি বেড়িবাঁধ কেটে অবৈধভাবে বসানো নাসি উচ্ছেদ চায় বড়ঘোনাবাসী বাঁশখালীতে অনুষ্ঠিত হলো সৃজন সাংস্কৃতিক সংসদের ৮ম মেধাবৃত্তি পরীক্ষা নির্বাচনী শৃঙ্খলায় উদাহরণ অধ্যক্ষ জহিরুল: নিজেই সরালেন নিজের পোস্টার বাঁশখালীতে ইপসার উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত তফসিলের পর ৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ

ন্যায়বিচার পৌঁছাবে জনগণের দোরগোড়ায়: বাঁশখালীতে গ্রাম আদালত প্রশিক্ষণের সমাপনী দিবসে বক্তারা

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

সংলাপ প্রতিবেদন:: বাঁশখালী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প-এর উদ্যোগে ইউনিয়ন পরিষদের সদস্যদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতি দুইটি ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একেকটি ব্যাচ পরিচালনা করা হয়। বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হয় ষষ্ঠ ব্যাচের শেষ দিনের সমাপনী অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হয় বাঁশখালী অফিসার্স ক্লাবের হলরুমে।

কর্মসূচিটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ইউএনডিপি’র সহায়তায় আয়োজন করা হয়। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম, বিচার প্রক্রিয়া, আইনগত কাঠামো ও জনসেবামূলক ভূমিকা বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদুল আলম। তিনি বলেন, ‘গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। ইউনিয়ন পরিষদের সদস্যদের এই প্রশিক্ষণ মাঠপর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘গ্রাম আদালত সক্রিয় থাকলে ছোটখাটো বিরোধ ও অভিযোগ দ্রুত নিষ্পত্তি হয়, যা থানার ওপর চাপ কমায় এবং সামাজিক শান্তি বজায় রাখতে সহায়তা করে। আইনশৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদের সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনতা নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে। এতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শফিউল করিম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট