
নিজস্ব প্রতিবেদক::: গণমানুষের নেতা, বাঁশখালী থেকে চারবারের নির্বাচিত সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী-এর স্মরণসভা অনুষ্ঠিত হবে আগামী ১৪ই নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় বাঁশখালী পাইলট হাইস্কুল মাঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মাহবুবের রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক, বিএনপি (চট্টগ্রাম বিভাগ), ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি (চট্টগ্রাম বিভাগ), আলহাজ্ব ইদ্রিস মিয়া, আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, লায়ন হেলাল উদ্দীন, সদস্য সচিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি।
স্মরণসভা পরিচালনা পরিষদের আয়োজনে রয়েছেন বাঁশখালী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসংগঠনসমূহ।
সভায় বাঁশখালীবাসী ও দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে মরহুম জননেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত থেকে স্মরণসভাটিকে সাফল্যমণ্ডিত করার জন্য।