
বাঁশখালী সংলাপ:: গণঅধিকার পরিষদ (জিওপি) বাঁশখালী পৌরসভা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জিওপি। আজ সোমবার জেলা আহবায়ক ডা. এমদাদুল হাসান ও সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ সাক্ষরিত এক সাংগঠনিক প্যাডে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
নবগঠিত কমিটিতে তাওহিদুর রহমানকে সভাপতি, বিবেক বড়ুয়া বাপ্পাকে সাধারণ সম্পাদক এবং ডা. রিদোয়াদ আযাদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এছাড়া কাউছার মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, মোহাম্মদ জাহেদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আব্দুল্লাহকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ শাহাদাত হোসেনকে সিনিয়র সাংগঠনিক সম্পাদক, কাজল দেকে অর্থ সম্পাদক, মোহাম্মদ জাহেদকে দপ্তর সম্পাদক এবং নারায়ণ সরকারকে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটিতে মোট ৫২ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানানো হয়।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌরসভা পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীরা কাজ করে আসছিলেন। এ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে বাঁশখালী পৌরসভায় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।