
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা ছনুয়া ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। গত বুধবার তিনি বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আবাহালী গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট লায়ন নাছির উদ্দীন, জেলা যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী এডভোকেট শওকত ওসমান, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহসিন, ছনুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী মিজান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ছনুয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানবী, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক মোঃ আরফাতুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জুনাইদ সিকদার, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট মাহমুদুল ইসলাম, ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিলরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ছনুয়া ইউনিয়নের আবাহালী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মো. মোবারক উদ্দৌলা, মুজিব উদ্দৌলা, মোঃ জুনাইদ, মোঃ জাকারিয়া, মোঃ বখতেয়ার ও মোজাম্মেল হক।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানকালে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানিয়ে বলেন, ‘অগ্নিকাণ্ড একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হলেও এটি আল্লাহর পরীক্ষা। আমাদের সবর ধরতে হবে। আল্লাহপাক যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি সবসময় মানুষের পাশে আছে। আমার মরহুম পিতা জাফরুল ইসলাম চৌধুরীকে বাঁশখালীবাসী বারবার ভোট দিয়ে এমপি বানিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই, নেতা হয়ে নয়।’
-প্রেসবিজ্ঞপ্তি।
