বাঁশখালী সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্প সূত্র জানায়, গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাঁশখালীতে কর্তব্যরত সেনা অফিসার মেজর নাজমুস সা-আদাত।
জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন, জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি মহেশখালী থেকে চার হাজার টাকায় অস্ত্রটি ক্রয় করেছিলেন। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ ও বেশ কিছু ধারালো অস্ত্র রয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অস্ত্র উদ্ধার অভিযানে ধারাবাহিকতা বজায় থাকবে।