1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :

বাঁশখালীতে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক কচির উদ্দিন, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্ব শিক্ষা দিবস-২০২৫ উপলক্ষে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিন। একইসঙ্গে উত্তর শেখেরখীল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

নিজের অনুভূতি ব্যক্ত করে প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিন বলেন, “স্বীকৃতি কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। এ অর্জন আমি বাঁশখালীবাসীর জন্য উৎসর্গ করলাম।”

সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, “এ স্বীকৃতি আমার দীর্ঘদিনের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার ফল। আমি শিক্ষার্থীদের মানুষ গড়ার কাজে আজীবন নিয়োজিত থাকতে চাই।”

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আব্দুল হামিদ বলেন, “প্রধান ও সহকারী শিক্ষক দুইজনই তাঁদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এ অর্জন অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।”

উল্লেখ্য, মোহাম্মদ কচির উদ্দিন ২০২২ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-এ চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, অপরদিকে মোহাম্মদ দেলোয়ার হোসেন ২০১৯ সালে বাঁশখালীর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট