শিব্বির আহমদ রানা: চট্টগ্রামের বাঁশখালীতে বিশ্ব শিক্ষা দিবস-২০২৫ উপলক্ষে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিন। একইসঙ্গে উত্তর শেখেরখীল-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ গুণী সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
নিজের অনুভূতি ব্যক্ত করে প্রধান শিক্ষক মোহাম্মদ কচির উদ্দিন বলেন, “স্বীকৃতি কাজের অনুপ্রেরণা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। এ অর্জন আমি বাঁশখালীবাসীর জন্য উৎসর্গ করলাম।”
সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, “এ স্বীকৃতি আমার দীর্ঘদিনের প্রচেষ্টা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসার ফল। আমি শিক্ষার্থীদের মানুষ গড়ার কাজে আজীবন নিয়োজিত থাকতে চাই।”
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আব্দুল হামিদ বলেন, “প্রধান ও সহকারী শিক্ষক দুইজনই তাঁদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের এ অর্জন অন্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।”
উল্লেখ্য, মোহাম্মদ কচির উদ্দিন ২০২২ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-এ চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, অপরদিকে মোহাম্মদ দেলোয়ার হোসেন ২০১৯ সালে বাঁশখালীর শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : শিব্বির আহমদ রানা, ফোন নম্বর: ০১৮১৩৯২২৪২৮, 𝐄-𝐦𝐚𝐢𝐥: 𝐛𝐚𝐧𝐬𝐡𝐤𝐡𝐚𝐥𝐢𝐬𝐚𝐧𝐠𝐥𝐚𝐩@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
অস্থায়ী ঠিকানা: স্মরণিকা প্রিন্টিং প্রেস। উপজেলা সদর, জলদী, বাঁশখালী, পৌরসভা, চট্টগ্রাম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত