1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
চাম্বল খাদিজাতুল কোবরা মহিলা দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইসমাইল “শীলকূপ” শাহ আমিনিয়া সড়ক সংস্কার চাই বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপনীয়তার দেয়াল ভেঙে সহিংসতার মঞ্চে ফেসবুক স্বর্ণের প্রলোভনে প্রতারণার ফাঁদে ‘আবদুছ সবুর’ এর গল্প মাধ্যমিকে স্কুল পর্যায়ে রফিকুল ইসলাম গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত মাদরাসা পর্যায়ে বাঁশখালীর গুণী শিক্ষক নির্বাচিত হলেন মুহাম্মদ মোশাররফ হোসাইন ওয়াশরুমে আটকা পড়া স্কুলছাত্রীকে বাঁশখালী ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে পুলিশের মতবিনিময় সভা বাঁশখালীর ‘পশ্চিম বাঁশখালায়’ অগ্নিকাণ্ডে ৫টি পরিবার নিঃস্ব, খোলা আকাশের নিচে ঠাঁই

বাঁশখালীতে জমকালো আয়োজনে জুলাই স্মৃতি ফুটবলের সমাপ্তি, চ্যাম্পিয়ন বৈলছড়ি

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সংলাপ ক্রিড়া ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে জামায়াতে ইসলামী উপজেলা ও পৌরসভা যুব বিভাগের আয়োজনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বৈলছড়ি ইউনিয়ন একাদশ ২-১ গোলে পুঁইছড়ি ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “জুলাই যুদ্ধে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফয়সাল, ওয়াসিমরা প্রাণ দিয়ে আমাদের নতুন দেশ উপহার দিয়েছেন। তাদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। আজ তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”

তিনি আরও বলেন, বাঁশখালীতে একটি স্টেডিয়ামের জরুরি প্রয়োজন রয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলামকে উদ্দেশ করে তিনি নির্বাচনের আগেই জেলা মানের একটি স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ফাইনাল খেলার উদ্বোধন করেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী উত্তর শিবির সভাপতি তানজির হোসেন জুয়েল।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোখতার হোসাইন সিকদার, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি.এম. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট ইমরানুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জসিম উদ্দিন। খেলা পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া। ধারাভাষ্য দেন যুব বিভাগের উপজেলা ক্রিড়া সম্পাদক এনামুল হক রাহাত।

খেলায় ব্যক্তিগত কৃতিত্বের দিক থেকে বৈলছড়ির ফরহাদ সর্বোচ্চ গোলদাতা, রুবেল ম্যান অব দ্যা ম্যাচ, আবু সাঈদ সেরা গোলরক্ষক এবং হেলাল ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন। এছাড়া সুশৃঙ্খল দল হিসেবে সরল যুব বিভাগ একাদশকে পুরস্কৃত করা হয়।

খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিকনেতা আ ন ম মহিউদ্দিন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদ উল্লাহ, সাতকানিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি আইয়ুব আলী, শেখ ফখরুদ্দীন রাজু, কাজী নুর মুহাম্মদ, মাওলানা আবদুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর কোম্পানী, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু তৈয়্যব, অ্যাড. আনিসুর রহমান, মাওলানা নবী হোসাইন, কফিল উদ্দিন, আনোয়ার হোসাইন, শাহেদ আলী, জাহেদুল ইসলাম, মোহাম্মদ ফয়সাল, সগীর সিকদার, রাসেল ইকবাল, মুহাম্মদ হাসান, মিনহাজ উদ্দীন, মাহফুজুর রহমান, ইসমাঈল আযাদ, রাশেদ আকবরসহ উপজেলা জামায়াত, যুব বিভাগ ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল বৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট