
তৌহিদ উল বারী: হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত হিফয শিক্ষা বোর্ডে চট্টগ্রাম বিভাগে বাহরুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী দ্বিতীয় স্থান অর্জন করেছে।
হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ২০২৫ আয়োজিত বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ড পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের অংশগ্রহণকৃত প্রতিযোগীদের পেছনে ফেলে ২য় স্থান অর্জনের কৃতিত্ব অর্জন করেছে বাহারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী শরিফ উদ্দিন। পরে নগদ অর্থ আর সনদ প্রদান করে বিজয়ী শরিফকে পুরষ্কৃত করেন আয়োজন কমিটি। দারোগা বাজারস্থ বাসিন্দা জনাব জসিম উদ্দিনের সন্তান বিজয়ী শরিফ।
কেন্দ্রীয় পরিক্ষার মেধা তালিকায় ২য় দ্বিতীয় স্থান অর্জন করায় উক্ত উক্ত মাদ্রাসার মুহতামিম জনাব মাওলানা মনিরুল্লাহ রব্বানী আনন্দচিত্তে বলেন এটি নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের। আমরা আমাদের প্রতিষ্ঠানের এমন অর্জনে অত্যন্ত খুশি। তিনি আরো বলেন বিভিন্ন ক্যাটাগরিতে আমরা আমাদের মাদ্রাসার পরিচালনা করছি। তন্মধ্যে হিফয বিভাগ বালক শাখায় ১১৯ বালিকা শাখায় ৭০, নূরানী বিভাগে ৯০ এবং কিতাব বিভাগে ৩৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। মাদ্রাসার এমন অর্জনে আমি খুবই আনন্দিত।