1. news@banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ : বাঁশখালী সংলাপ
  2. info@www.banshkhalisanglap.com : বাঁশখালী সংলাপ :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে সম্পত্তির লোভে বাবাকে হত্যা: পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ছেলের চাঞ্চল্যকর স্বীকারোক্তি বাঁশখালীতে জায়গা-জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ শ্রমিক সমাজ অর্থনীতির মেরুদণ্ড’ বাঁশখালীতে রিক্সা চালক শ্রমিক কল্যাণের সভায় বক্তারা বাঁশখালীতে পরিত্যক্ত ভবন থেকে যুবকের লাশ উদ্ধার যেসব যন্ত্র কখনও মাল্টিপ্লাগে ব্যবহার উচিত নয় বাঁশখালী সমিতি চট্টগ্রামের নতুন কমিটি গঠিত বিবেক অফ, ক্যামেরা অন- সোশ্যাল ডিজিসে ভুগছে আধুনিক সমাজ বাঁশখালীর কদম রসূল সাগর পাড়ে ভেসে উঠলো অজ্ঞাত লাশ বাঁশখালীতে স্লুইসগেইট নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন বাঁশখালীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগ ভ্রাম্যমাণ আদালতে

শেখ হাসিনা গণতান্ত্রিক অধিকার হরণ করেছে: বাঁশখালীতে যুব প্রতিনিধি সম্মেলনে শাহজাহান চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

শিব্বির আহমদ রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা ও পৌর যুব বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলন-২০২৫ শনিবার (২৩ আগস্ট) বিকেলে শীলকূপ টাইমবাজার হাজী সোলতান কমিউনিটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শেখ হাসিনাকে লক্ষ্য করে বলেন- “শেখ হাসিনা, আপনি প্রায়ই বলেন আমার অপরাধ কী? আপনার অপরাধ হলো ২০০৯ সালে ক্ষমতায় এসে দেশপ্রেমিক ৫৭ জন বিডিআর অফিসারকে হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে আমার ছাত্র-জনতাকে হত্যা, যুবসমাজকে কর্মসংস্থানহীন বেকারত্বের দিকে ঠেলে দেওয়া, দেশের অর্থনীতিকে ধ্বংস করা এবং তিস্তা-ফারাক্কা বাঁধের সমস্যার সমাধান না করতে পারা। সবচেয়ে বড় অপরাধ হলো—আপনি এদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন।”

তিনি আরও বলেন- “প্রিয় যুব ভাইয়েরা, দেশের প্রয়োজনে আপনাদের আবারও লড়তে হবে। জুলাই যুদ্ধে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফয়সাল, ওয়াসীমদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। এরশাদ কিংবা বিএনপির আমলেও এদেশে শান্তি আসেনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখী, সমৃদ্ধশালী ও নিরাপদ রাষ্ট্র গঠনে কাজ করছে-এ অভিযাত্রায় আপনাদের শামিল হতে হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি অ্যাড. মুহাম্মদ নাছের, দক্ষিণ জেলা শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুর রহিম ছানুবী, দক্ষিণ জেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম মিনার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন যুব প্রতিনিধি রাসেল ইকবাল, তারেকুল ইসলাম চৌধুরী, গাজী কামরুল ইসলাম কামরান, মো. কফিল উদ্দিন, ইসমাইল আযাদ, এনামুল হক রাহাত ও মো. শাকের উল্লাহ।

সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন ও পৌর যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আবু তৈয়্যব।

ছবি: প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট