বাঁশখালী সংলাপ: চট্টগ্রামের বাঁশখালীতে ১৩.৫ ঘনফুট চোরাই সেগুন কাঠ উদ্ধার করেছে বন বিভাগ। এ ঘটনায় অভিযুক্ত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জলদি বনা মুড়া এলাকায় বন বিভাগের অভিযানে কাঠগুলো উদ্ধার করা হয়। মৃত মুন্সি ফকিরের বাড়ির পরিত্যক্ত টিনের ঘর থেকে ৭ টুকরো এবং পার্শ্ববর্তী জঙ্গল থেকে আরও ৬ টুকরোসহ মোট ১৩ টুকরো সেগুন কাঠ জব্দ করা হয়।
জলদী বিট কর্মকর্তা আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, অবৈধভাবে বন থেকে সেগুন গাছ কর্তনের ঘটনায় সংশ্লিষ্ট ৪ জনের বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, বন রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং অবৈধ কাঠ ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।