শিব্বির আহমদ রানা: বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমীর, আমীরুল মুজাহিদীন চরমোনাই পীর আলহাজ্ব মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আমরা ইসলাম, দেশ ও মানবতার পক্ষে থাকা শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে একটি কল্যাণরাষ্ট্র গঠন করতে চাই। আলেম-ওলামাদের বাদ দিয়ে কেউ যদি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তা হলে তারা ভুল করছে।”
গতকাল রবিবার সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলস্থ আয়ান পার্কে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন, “এই দেশে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপি ও জাতীয় পার্টির শাসনও দেখেছি। কেউ জাতিকে শান্তি দিতে পারেনি। তারা অতীতে কী করেছে, তা জাতির অজানা নয়। ভবিষ্যতে তারা কী করবে তাও এখন স্পষ্ট।দুঃশাসনের যুগ শেষ, ইসলামপন্থীদের সময় এখন।”
তিনি বলেন, “এই জাতি দেখেছে আমাদের এক ভাই সোহাগকে কী নির্মমভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। এখনও শহীদ পরিবারের কান্না থামেনি। বিপ্লবের পর কেউ লুটপাট চালিয়েছে, কেউ স্টেশন দখল আর চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। অথচ এই দেশ রক্ষায় ইসলামী দলগুলো তখন থেকেই আজও কাজ করে যাচ্ছে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদরাসার পরিচালক আল্লামা শাহ আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, বাঁশখালী উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মাওলানা রেজাউল করিম তালুকদার, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী।
এছাড়াও বক্তব্য রাখেন—বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ, পুকুরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ নুর আহমদ, হেফাজতে ইসলাম বাঁশখালী শাখার সভাপতি মাওলানা নুরুল হক সুজিস, বৈলছড়ী জামিয়া মিল্লিয়ার মুহতামিম মাওলানা এজাজ।